যমুনা রিসোর্ট থেকে তিন নারীসহ আটক ৭

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৬:৫১ পিএম

অসামাজিক কার্যকলাপের অভিযোগে বগুড়ায় সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার 🐻(৯ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের ঝোপগাড়ির যমুনা রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।

আট��কদের মধ্যে তিন নারী ও চারজন পুরুষ। তারা বগুড়া𝕴 ও জয়পুরহাট জেলার বাসিন্দা।

জানা গেছে, শহরের ঝোপগাড়ি একটি বাড়ি ভাড়া নিয়ে মনির নামের এক ব্যক্তি মিডিয়া কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের নামে দেহব্যবসা চ🐼ালিয়ে আসছেন। দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলমের নেতৃতে এক অভিযান চালিয়ে নারীসহ সাতজনকে আটক করে।

এর আগে, গত ১ অক্টোবর যমুনা রিসোর্টে একই অভিযোগে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করা হয়। ꦛসেই সময় তারা হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ বন্ধ করার কথা ছিল। ক𝕴িন্তু বন্ধ না করে আবার চালু রাখায় স্থানীয়রা ক্ষোভে হোটেলটির বিভিন্ন আসবাবপত্র ভেঙে দিয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “এই মনির ‘সা෴ংবাদিক’ পরিচয় দিয়ে এখানে দেহব্যবসা করছে। এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এই হোটেলটি বন্ধের জন্য আমরা বগুড়া জেলা পুলিশের কাছে অনুরোধ জান🅘াচ্ছি।”

বগুড়া সদর থানার এসআই ফজলুর রহমান জানান, ৯৯৯ -এ অভিযোগের ভিত্তিতে বগুড়ার ঝোপগাড়ির যমুনা 𒐪রিসো🥀র্ট থেকে নারী-পুরুষসহ সাতজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।