দুর্বৃত্তদের হাতে নিহত ব্যক্তি সাবেক সেনাসদস্য

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৩:২৩ পিএম

বগুড়ার কৈগাড়ি-বনানী সড়কে ফুলদিঘী উত্তরপাড়া হোমিওপ্যাথিক কলেজের পাশে দুর্বᩚᩚᩚᩚᩚ💜ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚৃত্তদের হাতে খুন হওয়া ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম জাকির হোসেন (৪৮)। তিনি সাবেক সেনাসদস্য।

নিহত জাকির হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ✃ থানার সাচিয়া খালি গ্﷽রামের আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (৮ অক্টোবর) রাতে তার পরিচয় নিশ্চিত করেছেন বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়🏅ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল।

নিহত জাকির হোসেনেꦐর স্ত্রী মমতাজ বেগম জানান, তার স্বামী সেনাবাহিনীর ল্যা♐ন্স কর্পোরাল পদ থেকে ২০১৪ সালের মে মাসে অবসরে যান। এরপর তিনি শাকপালা এলাকায় বাড়া ভাড়া নিয়ে মোড়ে চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন।

শুক্রবার বেলা ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন। খাওয়া দাওয়া করে জাকির হোসেন বাসা থেকে বের হন। সন꧃্ধ্যা ৬টার দিকে ফোন দিলে জ✃াকির হোসেন স্ত্রীকে জানায় তিনি কলোনি যাচ্ছেন। এরপর আর কথা হয়নি।

এর আগে, শুক্রবার সন্ধ্যার পর বগুড়া শহরের কৈগাড়ি-বনানীಞ সড়কে ফুলদিঘী উত্তরপাড়া হোমিওপ্যাথিক কলেজের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন। পুলিশের ধারণা, নির্জন রাস্তায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে টাকা ও মানিব্যাগ ছিনি⛦য়ে নেয়।