লালমনিরহাটে মেয়ে দᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুর্গাপূজায় মন্দিরে ডিউটি করায় মো. নুরু মিয়া (৪৭) নামের এক মুসল্লিকꦛে মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৭ অক্টোবর) জꦏেলার সদর উপজেলার♈ কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামে স্থানীয় একটি জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।
নুরু মিয়ার মেয়ে ভানু বেগম (২৮) আনসার ভিডিপির সদস্য। পেশাগত দায়িত্𒉰ব পালানে তিনি দু𒀰র্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন নুরু মিয়া। এ সময় মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লি মেয়ে পূজায় দায়িত্বপালন করার♑ অভিযোগ এনে বাবাকে মসজিদ থেকে বের করে দেন। পরে তিনি পাশের অন্য একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন।
থানায় করা অভিযোগ থেকে জানা যায়, নুর ভানু বেগম দীর্ঘদিন ধরে ভিডিপির সদস্য হিসেবে কাজ করছেন। এবার দুর্গাপূজাতেও দায়িত্ব পালন করেন ℱতিনি। শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান নুরু মিয়া। এ সময় তাকে নামাজ পড়তে না দিয়ে মসজিদ থেকে বের করে দেন মুসল্লিরা। তারা বলেন, তোমার ম💯েয়ে দুর্গাপূজার ডিউটি করেছে। তোমাকে এই মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না। পরে অন্য একটি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন নুরু মিয়া।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় নুরু মিয়া লালমনিরহা🔯ট সদর থানায় মসজিদের ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেন।
লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, “মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”