রয়েল টিউলিপের সুইমিংপুল থেকে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৮:৪২ এএম

কক্সবাজ꧟ারের ইনানীতে রয়েল টিউলিপ সি-পাল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গো𓃲সলের সময় ডুবে তার মৃত্যু হয়।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার ꧒দিকে এ ঘটনা ঘটে❀।

নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেক♔ে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠেন। বিকেলে সুইমিংপুলে গোসলে নামেন তারা। গোসলের একপর্যায়ে মরিয়মের দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধাꦏর করে  কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক♏ মৃত ঘোষণা করেন।