যশোরে সড়ক দুর্ঘটন💫ায় তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের নতুনহ𒈔াট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির 💫আলীর ছেলে আরমান (১৯)🐟 ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)।
পুলিশ ও স্বজনদের🌟 সূত্রে জানা যায়, একটি মোটরসাইকဣেলে তিন সহপাঠী রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থেকে বাসায় ফিরছিলেন। পথে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত তিনজনের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্র🍨স্তুতি চলছে। তবে বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।”