হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৮:৩৭ পিএম

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও একেই গ্রামের লাল মিয়ার মেয়ে 
ফাইজা বেগম (৬)।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামে এই ঘটনা 𓆉ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়ꦯ,হাসারচর গ্রামের শিশু ফাহিমা ও ফাইজা সকালে তাদের বাড়ির পার্শ্ববর্তী সাংহাই হাওর সংলগ্ন মাঠে খেলতে যায়। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায় এবং অনেক্ষণ পর আরেক প্রতিবেশি শিশু তাদের হাওরের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়। এরপর গ্রামবাসী ও পরিবারের লোকজন দুই শিশুর লাশ উদ্ধার করেন।

দুই শিশ🐟ুর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার-স্বজন ও গ্রামবাসীর মাঝে শꦉোকের ছায়া নেমে এসেছে। লাশ দুটি পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

শান্তিগঞ্জ থানা🏅র ভারপ্রাপ্ত কর্মকর্꧑তা(ওসি) খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।