রাঙামাটির😼 বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দারাম এলাকায় পাহাড় ধসে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে আটকে পড়ে পর্যটকবাহী যানবাহন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারী বৃষ্টিপাতের ফলে বুধবার (৫ অক্টোবর) সকালে নন্দারাম এ꧃লাকায় পাহꦺাড়ের বড় একটা অংশ ধসে পড়ে। সকাল থেকে সেনাবাহিনীর একটি টিম মাটি সরানোর কাজ শুরু করে।
দুপুরে আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনꦛি বলেও জানান রুমানা আক্তার।