পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ, বিপাকে পর্যটকরা

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০২:০৮ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নন্দারাম নামক স্থানে পাহ🃏াড়ধসে সাজেকের 🎀সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই দিকে শত শত যা💝নবাহন আটকা পড়েছে। এ ছাড়া সাজেক ও বাঘাইহাট এলাকায় ছয় শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্🍎তার জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়ায় আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধস♛ে গেছে।

খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ইউএনও।