বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৩:০৭ পিএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার বঙ্গোপসাগরের অদূরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধ༒ার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাহারছড়ার শীꦦলখালী এলাকা থেকে ওই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি ন🐟িশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগ༒ে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারে অবস্থান করা এক রোহিঙ্গা বলেন, “আমরাಞ যে ট্রলারে উঠেছিলাম সেখানে অন্তত ২০০ জনের মতো লোক ছিল। ট্রলারডুবির সঙ্গে সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। পরে ঢেউয়ের আঘাতে আমরা কে কোন দিকে চলে গেছি বুঝতে পারিনি।”

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোস্ট গার্ডের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলছে। 🔯সকালে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ রয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না। 

আরও সংবাদ