তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৮:৪২ এএম

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে পুঁতে র🦩াখা স্থলমাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৭) নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সಌকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পূর্বে পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে দ💧াফন সম্পন্ন করা হয়েছে।

নিহত ওমর ফারুক কোনার পাড়া সীমান্তে থাকা মো♎. আয়ুব💖ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের মাঝি আবদুর রহিম জানান, ওমর ফারুক ও মো. আবদু ইয়্যা নামের দুই রোহিঙ্গা সকালে তুমব্রু সীমান্তের মিয়ানমার সীমান্তে পাহাড়ি ছড়ায় মাছ শিকারে বের হয়। এ সময🐬় সীমান্তে ♉বিজিপির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওই রোহিঙ্গা যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে মারা যায়।

এ বিষয়ে জানতে চাꦿইলে বান্দরবানের পুলিশ সুপার (✃এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, “মাইন বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।”