রাজশাহী 🉐সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধ🦂ান তানজিমুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রোববার (২ অক্টোবর) দুপুরে নগরীর টুলট🤡ুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা সাংবাদিকের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানা🅘য় ৫ জনের নাম উল্লেখ🍸 ও আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা করেছেন।
এদিকে, রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হারবাল কোম্পানির চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে মামলার পর পুলিশ গিয়ে ওই কোম্পানি থেকে তাদে🥀র🧜 গ্রেপ্তার করে।
অপরদিকে, সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে বায়োহা🐼র্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকে🎀রা।
জানা যায়, নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা। প্রতিদিনꦆ কোম্পানির ৫-৭টি গাড়ি রাস্তার ওপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে যাতায়াতে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।
রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় 🐼আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাঙচুর করেন।
🍸খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য সিলগালা করা হয়।
গত𓂃 মাসের ৫ সেপ্টেম্বর বিএমডিএ 💃এর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের প্রতিবেদক ও ক্যামেরাপারসন। এ নিয়ে রাজশাহীতে এক মাসের ব্যবধানে সাংবাদিকের দ্বিতীয় হামলা এটি।