জামালপুরের বকশী꧟গঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ।
শনিবার (১ অক্টোবর) শনিবার সন্ধ্যা রাত ৭ ঘটিকার সময় বকশীগঞ্জ 💞থানার পুলিশ তাদের আটক করে।
ভুক্তভোগীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়⭕া গ্রাꦡমে।
আটকরা হলেন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রাজু মিস্ত্রী (৩০), মণ্ডলের ছেলে রফিকু🍷ল ইসলাম (৩৫), ফুলু মিয়ার ছেলে সেলিম (২৩💜) ও সেলিম মিয়া (২০)।
ভুক্তভোগী জানান, ৩০ সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলার ধান🦹ুয়া কামালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রাজু মিস্ত্রী তাকে খবর দিয়ে ধানুয়া কামালপুর গ্রামে নিয়ে যান। ধানুয়া কামালপুর গ্রামে যাওয়ার পরেই রাজু মিয়া🍰 ও তার সহযোগীরা তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্🍸মকর্তা (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, ভিকটিমকে উদ্ধার হয়েছে। তবে মামলা হয়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রক্রিয়া চলমান।