🐎বাগেরহাটের রামপাল উপজেলায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনি🏅বার (১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার ও ওসি তদন্ত রাধেশ্যাম সরকারের নেতৃত্বে মাদকগুলো জব্দ💫 ও আসামিদের আটক করা হয়।
আট♐করা হলেন উপজেলার মানিকনগর গ্রামের শহিদ মোড়লের ছেলে বিল্লাল মোড়ল (৩৫) ও হালিম শেখের ছেলে জসিম শেখ (২৫)।
রামপাল থানার (ওসি) মো. সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর পেয়ে শুক্রবার বিকেলে উপজেলার 🧜মানিকনগর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে বিল্লাꦕল ও জসিমের শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন পাওয়া। যার বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সা🍃মসুদ্দিন বলেন, “আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও আমাদের এ অভি🅷যান অব্যাহত থাকবে।”