দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৮:৩৩ এএম

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে মো. আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) নামে এক ཧযুবলীগ নেতা মারা গেছেন শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মা দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আল💝াউদ্দিন বশিকপুর ইউনিয়🍌ন যুবলীগের সহ-সভাপতি ও বশিকপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে।

স্থানীয়রা জানায়, আলাউদ্দিন দিঘির প꧑াড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন হঠাৎ ৫-৬ জন এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে❀।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, “আলাউদ্দিনকে মৃত 🐠অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, “বিএনপির যুবদলের ক্যাডাররা তাকে গুলি করে হত্যা কর👍েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি।”

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, “পূর্ব শত্রুতাꦆ বা আধিপত্য বিস্তার নিয়ে এমনটি হতে পারে। এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা জানা যায়নি। এলাকায় অভিযান চলছে। জড়িতদের খুঁজে বের করে 🦄গ্রেপ্তারে কাজ করছি।”