গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

পাবনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:২৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে সোনিয়া খাতুন নামের এক গৃহ✨বধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে ।

বৃহস্পতিবার (২৯৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী পৌর💖 এলাকারဣ দুই নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় একটি বাড়ির দোতলার বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে ঘ💝টনার পর থেকেই নিহতের স্বামী রুবেল হোসেন পলাতক। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অ♑রবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বাড়িওলা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস‍্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।