২ কর্মচারীকে জুতাপেটা করায় এসিল্যান্ডকে বদলি

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৭:৫৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি অফ🅺িসের দুই কর্মচারীকে জুতাপেটা করꦿায় সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে বদলি করা হয়েছে।

বুধব🧸ার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ♎সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ভুক্তভো🎉গী𒉰 দুই কর্মচারী হলেন সার্টিফিকেট পেশকার মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খাইরুল ইসলাম।

জানা যায়, ভূঞাপুরের এসিল্যান্ড অমিত দত্ত সোমবার (২৬ স꧂েপ্টেম্বর) দুপুরে মমিনুল ইসলাম ও খাইরুলকে তার নিজ কক্ষে ডেকে নামজারীর কাজে ত্রুটি দেখিয়ে জুতাপেটা ও গালিগালাজ করেন। এসিল্যান্ড অমিত দত্তের এ ধরণের কর্মকাণ্ডে কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক সমালোচিত হয়। এ ঘটনায় বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে অমিত দত্তকে বদলি করা হয়।

এ ব্যপারে জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, “ঘটনা জানার পর আমি ওই দুই কর্মচারীকে জেলা প্রশাসক কার্যালয়ে যুক্ত করি। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘটনার বিষয়টি অবগত করি। 🍸জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসিল্যান্ড অমিত দত্তকে সংযুক্ত করে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।”