পাবনা সদর উপজেলার শাহারদিয়ায় খড়ি বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে 𝐆অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত একটার দিকে এ দ🥂ুর্ঘটনার ঘটে।
ঘটনার পরপরই ট্রলির চালক ইমামুল হক সোহাগ ও তার সহযোগী স্বপন হোসেনকে আটক এবং ট্রলিটি জব্দ করা𓆉 হয়েছে।
নিহত সিএনজি চালকের নাম শাহেদ মাহমুদ লিমন (২৫)। 🐠তিনি পাবনা ☂পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার মাহমুদ খোকনের ছেলে।
আহত তিন পুলিশ সদস্য হলেন হেমায়েতপুর পুলিশ ফ🌟াঁড়ির 🌠এএসআই আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হোসেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল𒁏ম জানান, একটি অটোরিকশা রিকুইজিশন করে টহলে বের হন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাত একটার দিকে পাবনা সদরের কাশিপুর থেকে রূপপু🧔র সড়কের শাহারদিয়ার নামক স্থানে খড়ি বোঝাই একটি ট্রলি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহেদ মাহমুদ লিমনের মৃত্যু হয়।
আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে পাবনা জেন💃ারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়।