নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও ধর্মীয় নেতাদের নিয়ে সামাজিক সম্প্𝔉রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রশাসনের আয়োজনে উপজেলার ডাকবাংলোর বীর উত্তম নুরুল হক মিলনায়তনে সম♏াবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ কামাল পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, থানার ওসি মো. সাদেকুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অরবিন্দ ভ⭕ৌমিক, প্রেস ক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল প্রমুখ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “নোয়াখালীতে সকল ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।”