꧟চট্ট𒀰গ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রে💃লওয়ের বারইয়ারহাট পৌর এ♛লাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়🦄🍨া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নুরুল হুদার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন﷽ শিরিনা বেগম। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন।💧 পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত 💫করে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়ে🐓ছে।