ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লাখ ৭০ হাজার ডলারসহ দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্য꧂রা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়।
আটকরা হলো মুন্সিগঞ্জ🐼 সদর উপজেলার কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) ও পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (৪ඣ২)।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাড়তি নজরদারিতে রেখে ওই দুইজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে তাদের গতিরোধ করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কোনো বৈদেশিক মুদ্রা নেই বলে অস্বীকার করেন তারা। এরপর তাদের চ্যালেঞ্জ করে ল্যাগেজ ও দেহ তল্লাশি করলে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যার পরিমান বাংলাদেশি টাকায় এক কোটি ৮০ হাজার টাকা। আটক দুইজনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।