বগুড়ার শেরপুর কাভার্ড ভ্যানের চাপায় শা🃏হনাজ খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়ে🥀ছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স𒀰কাল ১০টার দিকে শহরের মির্জাপুর বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ সুঘাট ইউনিয়নের জয়লা সরকার পাড়া এলাকার আনোয়ারের স্ত্রীღ।
শাহনাজের স্বামী আনোয়ার হোসেন জানান, শাশুড়িকে দেখতে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে গ্রামের বাড়ি থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে যাচ্ছিলেন। এ সময় মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী🅷 অজ্ঞাতনামা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে শাহনাজ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক⛦্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে🌃র কাছে হস্তান্তর করা হয়েছে।