ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৮:২২ পিএম

ফেনীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন এবং অপর একজনের ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন💧 আদালত।

সোমবার (১৯ 🐠সেপ্টেম্বর) ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় দেন। 

আসামিরা হলেন, কুমিল্লার বাটপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. জা💯বেদ (৪২) ও  দাউদকান্দি থানার রায়পুর এলাকার আবুল হোসেনের ছেলে মো.🍨 রাজিব (৩০)।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ বছর সাজাপ্রাপ্ত আসামিকে ৩ হাজা🌠র টাকা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার ফতেহপুর এলাকায় জবেদ ও রাজিবকে ৩০ বোতꦕল ও ২০ বোতল ফেনসিডিলসহ ফেনী থানা পুলিশ আটক করে।

এ ঘটনায় ফেনী থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়🧔ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় একটি মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) যোবায়দা নাহার দুই আসা🏅মির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।  

আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর সিনিয়র সহকারী কৌসুলী💧 দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক☂।

দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানান, আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকে দীর্ঘ ১১ বছর পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময়ও তারা অনুপস্থিত ছিলেন। তারা যখন আদালতে আত্মসমর্😼পন করবে𝔉ন অথবা গ্রেপ্তার হবেন তখন থেকে তাদের সাজা কার্যকর হবে।