কক্সবাজারের ꦬটেকনাফের নাফ নদীতে ভেসে এলো আরাকান স🔥েনা সদস্যের এক মরদেহ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার কেকেপাড়া (কাউকখালী) ঘাট নামক এলাকায় লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা টেকনাফ মডেল থানা পুলিশকে খবর দেন। পরে পুলꦓিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা পিকলো দত্ত জানান, অজ্ঞাত লাশটির গায়ের বাহুতে তারকা খচিত চিহ্ন ও আল্লাহু আকবর লেখা দেখে অনেকে ধারণা করছেন যে, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সঙ্গে চলমান যুদ্ধে নিহত হয়ে লাশটি নাফ নদে ভেসে আ🔥সতে পারে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 🙈লাশটি মি𒈔য়ানমার নাগরিকের হতে পারে৷