ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় মো. নাঈম (৩০) নামের এক মোটর♏সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরཧুতর আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ♊ মহাসড়কে 𒁃উপজেলার কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম গাজীপুরের শ্রীপুর উপজেল♍ার মুরাইল গ্রামের কাজল মিয়ার ছে꧂লে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, সকালে মোটরসাইকেলে শ্রীপুর থেকে সজীব নামের একজনকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলে নাঈম। ৮টার দিকে ভালুকার কলেজ গেটের সামনে আসতেই পেছন দিক থেকে বেপরোয়া গতির অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চালক নাঈম মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হ🅰ন।
রিয়াদ মাহমুদ আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত সজীবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে লিখিত আবেদনের পরিপ্রেক🍌্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক চালকসহ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।