গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারিতে নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৯:৪৮ এএম

রাঙামাটি সদর উপজেলায় পাহাড়ি সেগুন গাছ বিক্রিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মো. ইব্রাহিম (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে🍬 পুꦇলিশ।

রোববার 🎃(১৮ সেপ্টেম্বর) দুপুরে🅰 সদর উপজেলাধীন ১ নম্বর জীবতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৌশল্যাঘোনা এলাকায় নিহত ইব্রাহিমের মালিকানাধীন সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি বাজার এলাকার 🐻বাসিন্দা মৃত লাল মোহামﷺ্মদ আকনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে কোতো🔴য়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, কোতোয়ালি থানা পুলিশ ও বিলাইছড়ি থানা পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মিন্টু মিয়া (৫২) ও গোলাম মোস্তফা (৩৬) নামের দুইজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,🍎 জীবতলী ইউনিয়নের কৌশল্যা ঘোনার একশত ১৭ নাম্বার মৌজার লোকমানের পাহাড়ে ইব্রাহিমের গাছের বাগান আছে। এক🌄 বছর আগে মিন্টুর কাছে শতাধিক গাছ বিক্রি করেন ইব্রাহিম। ওই গাছে মার্কার করতে গেলে মিন্টুর সঙ্গে ইব্রাহিমের তর্কাতর্কি ও মারামারি হয়। এক পর্যায়ে ইব্রাহিমের ওপর হামলা হয়। আশেপাশে লোকজন ইব্রাহিমের চিৎকার শুনে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।