ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:৪৮ পিএম
অমিত কুমার সূত্রধর

ময়মনসিংহে একটি ছাত্রাবাস থেকে অমিত কুমার সূত্রধর (২৫) নামꦐের আনন্দ মোহন কলেজের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ♏নগরীর সানকিপাড়ার নয়নমণি মার্কেট সংলগ্ন মাজার শরিফ রোডের ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অমিত জামালপুরের দ♉🍌েওয়ানগঞ্জের জমিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধরের ছেলে। তিনি সরকারি আনন্দ মোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শা🔴হ কামাল আকন্দ জানান, ছাত্রাবাসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন অমিত। প্রতিদিন তার সঙ্গে মোবাইলে যোগাযোগ হতো পরিবারের সদস্যদের। শুক্রবার রাত থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না কেউই। এ অবস্থায় বি🧜ষয়টি এক আত্মীয়কে জানান অমিতের পরিবারের এক সদস্য। ওই আত্মীয় ছাত্রাবাসে এসে নালা দিয়ে অমিতের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় জানান।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, পুলিশ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রেমঘটিত কারণে অমিত আত্মহত্যা করে থাকতে পারে বলে ধা♍রণ করা হচ্ছে। ঘটনার🐠 তদন্ত চলছে।