সালথায় ঋণের চাপে গলায় ফাঁস

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:০৮ এএম

ফরিদপুরের সালথা উপজেলায় ঋণের চাপে ঘরের আড়ার সঙ🍸্গে গলায় ওড়না পেঁচিয়ে জুয়েল মোল্লা (২৪) নামের এক নছিমনচালক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রাম এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হ𒊎ান্নান মোল🦩্লার ছেলে।

জানা যায়, বাড়িতে কেউ না থাকায় শুক্রবার সন্ধ্যায় ঋণের চাপ𒉰ে নিজ শয়ন কক্ষে আড়ার সঙ্গে ওᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

💝নিহতের পরিবার জানায়, জুয়েল একাধিক এনজিও থেকে ৮০ হাজার টাকার ঋণ নেন। এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ൲ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের দাবি।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়꧂ে মরদেহটি๊ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের ময়নাতদন্তের রিপোর্টের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হচ্ছে।”