রাঙামাটি-আসামবস্ত🌃ি কাপ্তাই সড়কে চাঁদা না দেওয়ার অভিযোগে একটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাঙামাটি-আসামবস♚্তি কাপ্তাই সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি যাত্রী নিয়ে চালক কাপ্তাই সড়কের কাছাকাꦯছি পৌঁছালে একদল সন্ত্রাসী পথ আটকে তাদের নামিয়ে দেয়। পরে সিএনজিতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায় তারা।
এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই ফায়ার স꧑ার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছ🐲ুটে যান।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত বলেন, “আমরা ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে সিএনজির আগুন▨ নেভাতে সক্ষম হই। এ ঘটনায় সিএনজির ইঞ্জিন বাঁচ꧟াতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশ আগুনে পুড়ে যায়।”
এ বিষয়ে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, এ পথে দীর্ঘদিন ধরে এক দল সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছে। তারা চাঁদা না পেয়ে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে। বর্তমানে রাঙামাটি-আসামবস্তি কাপ্তাই সড়কে অট🌠োরিকশা চলাচল বন্ধ আছে।
রাঙামাটি কোতোয়ালি থানার (ওসি) কবির হোসেন বলেন, “বিষয়টি আম🍎রাও শুনেছি। ধারণা করা হচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার জন্য এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন। তবে, এ বিষয়ে থানায় কেউ এখনো অভিযোগ করেনি।”