সরকারের পক্ষ থেকে নারীদের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী🔥 খান খসরু।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তꩲনে উই🅠মেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মো. আশরাফ আলী খান খসরু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার🦋 আন্তর্জাতিকভাবে ‘নারীবান্ধব সরকার’ হিসেবে পরিচিཧতি পেয়েছে।”
উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ, বিসিক নেত্রকোনা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আকরাম হ♎োসেন ও পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম।
এ সময় প্রত🍬িমন্ত্রী সফল নারী উদ্যোক্তা𒈔দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।