বড়শিতে ধরা পড়ল ৯২ কেজির বাগাড়

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৪:৫০ পিএম

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে বড়শিতে ধরা𒁃 পড়ল ৯২ কেজি ওজনের বাগাড় মাছ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পাগলপাড়া গোরিং এলাকায় জালাল উদ্দিন🎀 নামে🐟 এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে।

জালাল উদ্দিন বলেন, “আমরা সকা🐭লে কয়েকজন মিলে মাছ ধরছিলাম। কয়েকবার বড়শি তুলে মাছ না পেয়ে হতাশ হই। শেষবার বড়শি ফেলা হলে মাছটি ধরা পরে। মাছটি ডাঙায় ওঠাতে অনেকে সহযোগিতা করেছেন।”

জালাল আরও বলেন, “পরে স্থানীয় লোকজন🌟ের সহযোগিতায় মাছটি উপজেলার ডালিয়া ২ নম্বর বাজারে নেওয়া হয়। ওই সময় মাছটি দেꦐখতে লোকজন প্রচুর ভিড় জমান। মাছটির ওজন প্রায় ৯২ কেজি। মৎস্য ব্যবসায়ী কেলাসু মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।”

কেলাসু বলেন, “এর আগে মনে হ☂য় না এতো বড় মাছ তিস্তায় ধরা পরেছে। মাছটি ১৪০০ থেকে ১৫০০ ট♒াকা কেজি ধরে সদরের বড় বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে।”