নীলফামারীর ডিমলা উপজেলার ꩵতিস্তা নদীতে ব🔯ড়শিতে ধরা পড়ল ৯২ কেজি ওজনের বাগাড় মাছ।
বুধবার (১৪ ⛄সেপ্টেম্বর) উপজেলার পাগলপাড়া গোরিং এলাকায় জালাল উ⭕দ্দিন নামে এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে।
জালাল উদ্দিন বল💞েন, “আমরা সকালে কয়েকজন মিলে মাছ ধরছিলাম। কয়েকবার বড়শি তুলে মাছ না পেয়ে হতাশ হই। শেষবার বড়শি ফেলা হলে মাছটি ধর♈া পরে। মাছটি ডাঙায় ওঠাতে অনেকে সহযোগিতা করেছেন।”
জালাল আরও বলেন, “পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি উপজেলার ডালিয়া ২ নম্বর বাজারে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে লোকজন প্রচুর ভিড় জমাಞ꧃ন। মাছটির ওজন প্রায় ৯২ কেজি। মৎস্য ব্যবসায়ী কেলাসু মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।”
কেলাসু বলেন, “এর আগে মনে হয় না এতো বড় মা⛄ছ তিস্তায় ধরা পরেছে। মাছটি ১৪০০ থেকে ১৫০০ টাকা কেজি ধরে সদরের বড় বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে।”