পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাই🔯কেল থেকে ছিটকে পড়ে নাঈম 🃏হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের রামচন্দ্রপুর মল্লিকচক প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্🌳ঘটনা ঘটে।
ভাঙ্গুডꦓ়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঈম উপজেলার ভবানীপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে𝓡। সে রাজশাহীর একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম ও তার বন্ধু শিশির হোসেন মো🐻টরসাইকেলেযোগে ভাঙ্গুড়া থেকে চাটমোহরে রওনা দেয়। পথিমধ্যে বেলা ১১টার দিকে মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থꩵেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাঈম সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাকের চাকার নিচে তার দুই পা চাপা পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লে💯ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎ🐠সক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপꦛ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ট্র༒াকটি দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।