সহিংস তাণ্ডব

জামিন পেলেন সালথার সেই উপজেলা ভাইস চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৯:২৯ পিএম

প্রায় এক মাস কারাভোগ করার পর জ🐲ামিন পেয়েছেন সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মাতুব্বর (৪৫)। এর আগে সালথার সহিংস তাণ্ড🐻বের মামলায় আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেমཧ্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা দায়রা জজ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

সন্ধ্যায় আসামিপক্ষের আইনজীবী🧸 অ্য▨াডভোকেড মো. জাহিদুল হাসান লাভলু তার জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২১ সা‌লের ꦜ৫ এপ্রিল ফরিদপুরের সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) 🌠কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় সালথা উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র)ဣ দাখিল করে পু‌লিশ।

এ মামꦕলায় দীর্ঘদিন আসাদুজ্জামান পলাতক থাকার পর গত ১৭ আগস্ট ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।