প্রেমিকার ঘরের বারান্দায় প্রেমিকের লাশ

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৮:৪৮ পিএম
ছবি: নিহত বানচা কর্মকার

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার বাড়ি থেকে বানচা কর্মকার (🔯৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) মধ্য রাতে প্রেমিকা সেলিনা বেগমের (৪২) 🐓ঘরের বারান্দা থেকে বানচা কর্মকারের লাশ উদ্ধার করা হয়।

বানচা কর্মকার উপজ🦂ে🌳লার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে। তিনি পেশায় কামার ছিলেন।

নিহতের ছেলে বাধন কুমার জানান, সোমবার (১২ সেপ্টღেম্বর) রাতে সেলিনা তাকে বাবার অসুস্থতার সংবাদ দেন। এ সময় ঘটনাস্থলে পৌছালে সেলিনার ঘরের বারান্দায় তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে সেলিনা বেগম বলেন, “বানচা কর্মকারের সঙ্গে আমার দীর🦩্ঘদিনের সম্পর্ক ছিল🔯। রাতে আমার বাড়িতে আসার সময় বৃষ্টিভেজা আঙ্গিনায় পা পিছলে পড়ে গিয়ে তিনি মারা যান।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বল❀েন, “এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তবে, জিজ্ঞাসাবাদের জন্য সেলিনা বেগমকে আটক করা হয়েছে।