জীবিকার তাগিদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে গভীর বঙ্গোপসাগরে মাছ 🧜ধরতে গিয়ে স্রোতে ভেসে গেছেন এক জেলে।
মঙ্🌼গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে নামবিহীন ট্রলারের মাঝি মো. শাহিন শরীফ সংবাদ প্রক𝓡াশকে এ তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজ হওয়া জেলের নাম মো. মোশারফ হোসেন শরিফ (🌳৩০)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের🐷 তাফালবাড়িয়া এলাকার মো. শহীদ শরিফের ছেলে।
গভীর বঙ্গোপসাগর থেকে পাথরঘাটায় ফিরে আসা ওই ট্রলারের মাঝি শাহিন শরীফ জানান, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে 𝔉সুন্দরবন সংলগ্ন পক্ষিদিয়া এলাকায় আমরা মাছ ধরতে যাই। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ইঞ্জিন বিকল হয়ে জাল পেঁচিয়ে যায়। ওই জাল টানতে মোশারফ পানিতে নামলে হঠাৎ স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায়নি।
এদিকে মোশারফের বাড়িতে এ খবꦑর পেয়ে কান্নার রোল পড়ে। স্বজনরা উদ্ꦿধারের দাবি জানিয়েছেন।
নিখোঁজ মোশারফের স্ত্রী হাসি বেগম বলেন, “আমরা ট্রলার মালিক সমিতির কাছে জানিয়েছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধ🐷ান পাওয়া যায়নি।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গ🎶োলাম মোস্তফা চৌধুরী সংবাদ প্রকাশকে বলেন, “গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের লোকজন সবাই তাকে খোঁজ করছেন। নিখোঁজ জেলের সন্ধান অব্যাহত আছে।