চোরচক্রের ৭ সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৬:০৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চোরচক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। চোরচক্রের দুই সদস্যকে🔯 আটক করতে পারেনি র‌্যাব।

এ ঘটনায় রোববার (১༺১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের ঢাকার দিলকুশা শাখার এজিএম কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেছেন।

আটকরা হলেন উপজেলার মঙ্গলখালী এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে ♉আইবুর রহমান, মাহমুদাবাদ এলাকার আলাউদ্দিনের ছেলে শিপন মিয়া, ব্রাহ্মণগাঁও এলাকার আব্দুল মালেকের ছেলে শরীফ, সাহাপুর এলাকার মাওলাবক্সের ছেলে মিলন মিয়া, দড়িকান্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে শাকিল, ইসলামের ছেলে ইমতিয়াজ, রাজবাড়ী সদর উপজেলার বড়গড়িয়া এলাকার হানিফ আলী মৃধার ছেꩵলে মতিয়ার মৃধা। পালিয়ে যাওয়ায় দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ𝔉 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মুড়াপাড়া বাজার এলাকায় অবস্থিত লিনা পেপার মিলটি সোনালী ব্যাংকের ঢাকার দিলকুশা করপোরেট শাখায় দায়বদ্ধ। পেপার মিলে কোটি কো𝓰টি টাকার যন্ত্রপাতি রয়েছে। যন্ত্রপাতি লুট করার জন্য প্রায়ই  চক্রটি ওই মিলে হানা দিত।

ওসি হুমায়ুন কবির মোল্লা আরও বলেন, শনিবার রাতে চোরচক্রটি মিলে চুরির প্রস্তুতি নেয়। পরে গোপন সংবাদের ভဣিত্তিতে র‌্যাব-১১-এর সদস্যরা অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় আরও দুইজন পালিয়ে যায়। অভিযানকালে তাদের কাছ থেকে চাকু, হাসুয়া, লোহার ছোড়া, চাপাতি, শাবল ও লোহার পাইপ উদ্ধার করা হয়। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।