গুলি করে বাংলাদেশি তরুণের মরদেহ নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ১২:০২ পিএম

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্ত🍸রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিনার হোসেন (১৮) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। পরে মরদেহ নি💯য়ে যায় বিএসএফ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেল🧸ার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত এলাকার ৩১৫ নম্বর মেইন পিলারে ꧑এ ঘটনা ঘটে।

মিনার হোসেন খানপুর ভিতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে﷽।

বিষয়টি নিশ্চিত করে ꦡদাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্ত📖ার হোসেন জানান, মরদেহ ফেরত আনতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে মিনারসহ তিন যুবক মাদক নিতে সীমান্তে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিনার গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিএসএফ নিহতের 🎃মরদেহ ভারতে নিয়ে যায়।