প্যান্টের পকেটে ছিল ১০টি সোনার বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ০৬:০৮ পিএম

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তপথে ভারতে পাচারের সময় ১ কেজি ১৬৬𓃲 গ্রাম ওজনের ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ হাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫) নামের দুইজনকে আটক করেছ💧ে বিজিবি।

বুধবার 𝓀(৭ সেপ্টেম্বর) দুপুরে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা তা꧋দের আটক করেন।

আটক আসামিরা হলেন বেনাপোল পোটথানাধীন 𓆏বালুন্ড গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান (২৯) ও খলশী গ্রামের আবু বক্ꦇকরের ছেলে আক্তারুল ইসলাম (২৫)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ত𒈔াদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তল্লাশি করে জিন্স প্যান্টের সামনের পকেট থেকে ১০ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা।

আটক সোনা পাচারকারীর🎐 বিরুদ্ধে ‘সোনা পাচার আইনে’ মা🌳মলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।