ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্য🤡🦋ার চেষ্টা করেছেন।
বুধবার (৭ সে🀅প্টেম্বর) সকাল ১০টার দিকে উপ🐻জেলার বানুড়িয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
তারা হলেন উপজেলার বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের ছেলে রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)। স্থানীয়রা তাদের কালীগঞꦚ্জ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়༺রা জানান, এক বছর আগের প্রেমের সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সঙ্গে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়ে রিয়ার পরিবার মেনে নেয়নি। এ নিয়ে মিন্টুর পরিবারে মনোমালিন্য চলছিল। এ ছাড়া সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার🌺 সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিলেন। এ সময় রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি সব বিষ পান করে নেন। পরে স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র🅠ে জানা গেছে, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত𒁏্রীর অবস্থা সঙ্কটাপন্ন। তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষয়টি তার জಞানা নেই।