দিনাজপুরের চিরিরবন্দরে সেপটিক ট꧑্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্🧸বর) সকাল ✱সাড়ে ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাসুদ (৩৫), সাইদ𝓀ুল (৩৮) ও আলতাফ হোসেন (৪৫)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, কয়েক দিন আগে নওখৈড় গ্রামের তালতলা এলাকার মিলনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ করা হয়।♈ বুধবার সকালে মাসুদ ও সাইদুল সাটারিংয়ের মালামাল খুলতে ট্🥂যাংকিতে নামেন। অনেকক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। কিন্তু তিনিও উঠে আসেননি।
পরে লোকজন ট্যাংকিতে নেমে তাদের অচেতন অবস্থায় উদ্ধার🌸 করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত ঘোষণা করেন। আলতাফকে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ ঘটন𝓡ায় ইউডি (অপমৃত্যু)ꦰ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বজলুর রশিদ।