চট্টগ্রামের পটিয়ায় বিমান ধর (৪২) নামের এক স্বর্ণ ব্যꦍবসা♌য়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬♐ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা 🃏ঘটে।
বিমান ধর উপজেলা ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুল𒀰াল ধরের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার রাত স🌞াড়ে ১১টার দিকে বিমান ধর দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পটিয়া থানা-পুলিশে খবর দেয়।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, “হত্যাকাণ্ডের ঘটনাটি কী কারণে বা কেন ঘটেছে তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উ🗹দ্ঘাটন করতে আমরা কাজ করছি।”