জেলা💛র কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল নামক এলাকার জলাশয় থেকে সুলতান হোসেন (৩৮) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় তিস্তার একটি൲ শাখা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
মৃত সুলতান রংপুরের মিঠাপুকুর উপজেল༺ার দর্জি পাড়া এলাকার আব্দু🥀ল গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রামের লোকজন তিস্তার শাখা নদীর স্রোতধারায় গলা কাটা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাꦅশের পকেটে ছিল মোবাইল ফোন ও নগদ টাকা। পরে ওই মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হা✱সপাতাল মর্গে পাঠানোไ হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে এসে লালমনিরহ⛄াট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরপূর্বক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”