শেরপুরের নকলা🏅য় পৃথকস্থানে বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা ও চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় এ ঘটনꦉা ঘটে।
মৃতরা হলেন হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি 🐻(৩০) ও রেহারচর এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)।
উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার জানান, কৃষক রফিকুল ইসলাম অপি তার ভাইদের নিয়ে আ𓃲মন ধান রোপণের জন্য সকালে বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যান। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নাজমুলের ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, সকালে বৃষ্টির সময় নদীতে মাছ ধরার জন্য নাজমুল বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও নাজমুল বাড়ি ফিরে নাꦓ আসায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে গ্রামের সাবেক মেম্বার সফর উদ্দিনের পুকুড় পাড় থেকে তাඣকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
♋নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্র🤡িয়াধীন রয়েছে।