ফেনীতে ভাতিজা জাবের আ🔥হম্মেদের (২৬) লাশ দেখে চাচা খায়েজ আহম্মেদ প্রকাশ রবি মেস্ত্রীর (৫৭) মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৫ সেপ্টেম্বরജ) সন্ধ্যায় সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফেনী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ কে শহিদ উল্লাহ খোন্দকার জানান, জাবের আহম্মেদ সোমবার ফেনী থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া নামকস্থানে ট্রাক চাপায় তিনি নিহত হন। সড়ক দুর্ঘটনায় তার শরীর ও মাথা আলাদা হয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যায় নিহতের লাশ বাড়িতে নিয়ে আসার পর লাশ দেখেই জাবেরের চাচা ♛রবি মেস্ত্রী হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উ🐎দ্দিন জানান, নিহত জাবেরের লাশ বাড়িতে আনলে দেখার সঙ্গে সঙ্গে চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন।