বগুড়ার শেরপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক আহসান হাবিব আলোকে (৩৫) বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন র🌊াসেল মাহমুদ (৪৫) নামের এক সরকারি কর্মচারী।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শেরপুর🅰 শহরের ৬নং ওয়ার্ডের শ্রীরামপুরপাড়া এলাকায় এই ঘটনা ঘট🎃ে।
এ ঘট✅নায় গুরুতর আহত আহসান হাবিব আ🐲লো নামের ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আলো তার পরকীয়া পꩵ্রেমিকাকে (৩০) তার বাসা থেকে বের করে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় ওই নারীর স্বামী শেরপুর আয়কর বিভাগের কর্মচারী রাসেল মাহমুদ ও তার ছেলে টের পান। পরে ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল দিয়ে আলোকে বেধড়ক মারপিট ▨করে। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আয়কর অফিসের কর্মচারী রাসেল মাহমুদ জানান, আলো পিস্তল নিয়ে বাসায় হাম𝄹লা করেছিল। এলাকাবাসী তাকে প্রতিহত করেছেন।
শেরপুর টাউন ফাঁড়ির ইনচার্জ এসআই সাম্মাক হোসেন জানান, ইতোপূর্বেও ওই নারী আলোর সঙ্গে চলে গিয়েছিল বলে শুনেছি🥃। সোমবার আবার বাসার পাশে এলে তাকে মারপিট করা হয়েছে। তিনি বর্তমানে বগুড়ায় চিকিৎসাধীন আছেন।