জেনারেটর রুম থেকে আনসার সদস্যের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৪:২৩ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের এক আনসার সদস্যের ঝুলন্ত ম♚রদ🍨েহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনারেটর রুম থেকে ডিসের তার দিয়ে সিলিংয়ে 🦂ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারಞ করে পুলিশ।

জানা গেছে, নিহত শাকিল হোসেন (২৩)ಞ আনসারের ২⛦০তম ব্যাচের সদস্য। তিনি ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন শাকিল।

বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, “এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। খবর শুনে প্✃রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বল𓆉েন, “পুলিশের ধারণা গভীর রাতে কোনো এক সময় ডিসের তার 🐽পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে শাকিল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

এদꦗিকে, আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও দীঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”