কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে প্রবেশকালে ২ কেজি ১৪১ গ্রাম ক্💃রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকের আন꧃ুমানিক মূল্য ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৩ সꦇেপ্টেম্বর) ভোরে উপজেলার দমদমিয়ার জালিয়ার দ্বীপ এলাকা থেকে ꦬমাদকগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ -২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লඣেফটেন্যান্ট কর্নেཧল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের খবরে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকায় করে তিন-চারজন ব্যক্তি নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে।
এ সময় বিজিবির সদস্যরা থামার নির্দেশ দিলে তারা নৌকা থඣেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১৪১ গ্রাম আইস ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অধিনায়ক ইফতেখার আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত মাদক ব্যাটালিয়ন সদরে পাঠানো হবে। 🌃;