এক কোটি চার লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৯:৩৯ এএম

কক্সবাজারের টেকনাফের হ🦩োয়াইক্যং চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ এবং তিনজনকে আ✱টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়ꦺটি নিশ্চিত করেছেন টেকন✨াফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪ লাখ ২৮ হা✃জার ৫০০ টাকা। আটকরা হলেন সৌদিয়া বাসের চালক, সুপারভাইজার ও হেলপ🤪ার।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবাব বেলা ১১টার দিকে টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোস্ট𝄹ে এলে তা তল্লাশির জন্য থামানো হয়।

বাসটি তল্লাশির সময় চালক, সুপারভাইজার এবং হেলপারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাব🎃াদ এবং তল্লাশি করা হয়।

তাদের স্বীকারোক্তিতে বꦚাসের সিলিংয়ের ওপরে সাউন্ড বক্সের ভেতরে এবং সিটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষভাবে আটকানো অবস্থায় ৩ হাজার ৬০ পিস ইয়൲াবা পাওয়া যায়।

এছাড়া অবৈধভাবে ইয়াবা বহনের দায়ে আটকদের কাছ থেকে তিনটি মো🐻বাইল ফোন জব্দ করা হয়েছে।

ওই বিজিবি কর্মকর্তা আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের ꧃টেকনাফ মডেল থ🙈ানায় হস্তান্তর করা হয়েছে।