ফেনীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলে🎉ন ফারজানা আক্তার (২৫) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলার একটি বেসরকারি ক্লিনি▨কে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।
ফারজানা আক্তার ফেনীর ছাꦑগলনাইয়ার মধুগ্রাম এলাকার ব🀅াসিন্দা।
শহরের জেড ইউ মডেল হাসপাতালে 𓆏গাইনি চিকিৎসক রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাবধানে গৃহবধূর একসঙ্গে তিন ছেলে ও এক মেয়ের জন্ম হয়। বর্তমানে নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।
গৃহবধূ ফারজানার স্বামী আলমগীর হোসেন জানান, ২০২০ সালের অক্টোবরে তাদের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে প্রসব বেদনা হলেꦜ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন। তার স্ত্রীকে সব সময় চিকিৎসকের পরামর্শে চেকআপ এর মধ্যে রেখেছেন।
চিকিৎসক রোকসানা বেগম স্বপ্না বলেন, “ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায়🍰 ২০০০ গ্রাম, দ্বিতীয় জনের ২১০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ১৫০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম। এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই ভালো আছে।”