যশোরের শার্শা উপজেলা🧜র জামতলার পাঁচপুকুর নামক এলাকা থেকে ৩০টি সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছেন যশোর জেলা গোয়েন্দা ও শার্শা থানা পুলিশ সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১টাকা দিকে 🦹যৌথভাবে এই অভিযান🎃 পরিচালনা করা হয়।
জব্দকৃ൩ত সোনার ওজন ৯ কেজি ৭৫৮ গ্রাম, যার বাজারমূল্য▨ আনুমানিক ৭ কোটি টাকা।
আটকরা হলেন রবিন হোসেন (৩৫) ও আবুল কাশেম (৩৫)। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জ൲েলায়।
জানা যায়, স্বর্ণ উদ্ধারের সময় পাচার♑কারী ও পুলিশের ওপর হামলা ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয় এবং হামলাকারীরা তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে নিশ্চিত🤡 করেছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।
এএসপি জুয়েল ইমরান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ভারতে পাচারকালে দুইজন পাচারকারীসহ প্রায় সাত কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। স্বর্ণসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হবে এবং আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”