৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ফেনী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ১১:৫৪ এএম

ফেনীতে শুরু হ✨য়েছে টিসিবি এবং ওএমএস কার্𒁏যক্রম। জেলার ৬টি উপজেলায় ৬০ হাজার ৯৫৪ পরিবারকে প্রতি মাসে দুই দফায় ৫ করে ১০ কেজি ওএমএস চাল দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ফে𝔍নী পৌরসভার সামনে ফিতা কেটে🌞 এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মঞ্জুরুল ইসলাম। এ সময় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপম চাকমা উপস্থিত ছিলেন।

প্রথম ꧙দিনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিসিবি এবং ওএমএস কার্যক্রমের মাধ্যমে ৬০০ জন ভোক্তা ৩০ টাকা দরে চাল সংগ্🍎রহ করেছেন।

সূত্র জানায়, শুক্রবার ও শনিবার ছাড়া ফেনী সদর উপজেলায় ඣ৬ জন ও অন্য ৫ উপজেলায় ১৭ জন নিয়োগকৃত ডিলারের কাছে দৈনিক ৪৬ মেট্রিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রির জন্য দেওয়া হবে। এ কার্যক্রম আগামী তিন মাস চলবে। ভোক্তারা ৩০ টাকায় কেজির এ চাল এক মাসে ৫ কেজি করে দুই ধাপে নির্ধারিত ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।

জেলাজুড়ে ওএমএস ও টিসিবির কার্যক্রম সঠিক ও য♚থাযথভাবে তদারকি এবং বিতরণের জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।